Jani Dekha Hobe Lyrics (জানি দেখা হবে) Shreya Ghoshal
Film Name: Jaani Dekha Hobe (জানি দেখা হবে)
Singer: Anupom Roy
Music Director: Indradip Das Gupta
Lyrics: Srijato
Label: Saregama India Ltd
Jani Dekha Hobe Lyrics :
মেলেছো চোখ, উড়েছে ধুলো
দূরের পালক, তোমাকে ছুঁলো
তবু আজই, আমি রাজি
চাপা ঠোঁটে কথা ফোটে, শোনো ..
আমাকে রাখো চোখের কিনারে,
গোপন মিনারে ..
ও.. Jo wada kiya woh nibhana parega
roke zamanaa chahe roke khudayi tumko
aana parega ..
ঘুম ভেঙ্গে কিছু মেঘলা দিন ও হোক
ওড়নার পাশে সেফটিপিন ও হোক
বিকেলের নাম অ্যাল পাচিনো হোক
খেয়ালী ছাতে।
কফি কাপে একা ঠোঁট ছোঁয়ানো দিন
চুপি চুপি কেঁদে রোদ পোহানো দিন
ভালো হয় যদি সঙ্গে আনো দিন
যে কোন রাতে।
জানি দেখা হবে ..
ঠোঁটের ভেতরে ঘুমের আদরে ..
চকমকি মনে মন জ্বালাতে চাই
দিনে ব্যালকনি বৃষ্টি রাতে চাই
পিছু ডাকি ঘুম সাজাতে চাই
বিছানা ঘিরে ..
ও.. ছোট ল্যাম্পশেড অল্প আলো তার
চুল খুলে কে যে রূপ বাড়ালো তার
তুমি বোঝোনা কি মন্দ ভালো তার
যেওনা ফিরে ..
জানি দেখা হবে..
রাতের সোহাগে.. তোমার পরাগে।
ও জো ওয়াদা কিয়া ও নিভানা পড়েগা
রোকে জামানা চাহে রোকে খুদাই তুমকো
আনা পড়েগা।
মেলেছো চোখ, উড়েছে ধুলো
দূরের পালক, তোমাকে ছুঁলো
তবু আজই, আমি রাজি
চাপা ঠোঁটে কথা ফোটে, শোনো ..
আমাকে রাখো চোখের কিনারে,