Janala Khule Dao Lyrics (জানালা খুলে দাও) – Iman Chakraborty

Janala Khule Dao Lyrics (জানালা খুলে দাও) – Iman Chakraborty
Janala Khule Dao Lyrics Full Song (জানালা খুলে দাও) - Iman Chakraborty
Song: Janala Khule Dao
Singer: Iman Chakraborty
Music and Lyrics: Santanu Ghatak
Music Production: Akshay Menon
Dop: Subhadeep Bag
Asst Camera: Giri & Dayal
Edit: Hiranmay Biswas
Creative Media Productions
Label: Asha Audio

Janala Khule Dao Lyrics :

জানালা খুলে দাও
বহুদূর দূরে যাও,
তুমি খোলা মনে রোদ মাখা মেঘে ঢাকা
আকাশ ভরে নাও,
আকাশ ভরে নাও।

নদীর আঁকে-বাঁকে
এই মোড়ের উঠোনে,
দেখো বসে আছে বন্ধু আনমনে।
ওর হাত ছুঁয়ে যাও,
জানালা খুলে দাও
তুমি খোলা মনে রোদ মাখা মেঘে ঢাকা
আকাশ ভোরে নাও,
আকাশ ভোরে নাও।

যদি কোনো রাতে
একা, একা লাগে,
সবাই ঘরে ঘুমে তোমার পথ জাগে।
ভোর হবে হতে দাও,
জানালা খুলে দাও
তুমি খোলা মনে রোদ মাখা মেঘে ঢাকা
আকাশ ভোরে নাও,
আকাশ ভরে নাও।
জানালা খুলে দাও
বহুদূর দূরে যাও,
এ আকাশ ভরে নাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *