Intezar Lyrics (ইন্তেজার) Raj Barman
Song Name: Intezar
Movie Name: O Bandhu Amar
Singer: Raj Barman
Lyrics: Bethun Bera
Music: Joy – Anajan
Director: Sanjay Das
Label: Amara Muzik Bengali
Intezar Lyrics :
কিছুটা হয়ে গেছি তোর
কিছুটা হয়ে যাবো আজ,
বলে যা কানে কানে
তুই খোল আদরের ভাঁজ।
মেখে নে দু’চোখে আমায়
খুঁজে নে চেনা আবদার,
এ হাতে হাত রেখে
বোঝ কে কতটা কার..
ইন্তেজার.. ইন্তেজার..
করতে পারছি না আর
তুই হয়ে যা আমার।
ইন্তেজার.. ও ও..
তোর ঠোঁটে কি যে আছে বল?
আমাকে ডাকে ইশারায়,
আকাশে ডানা মেলে মন
মেঘেতে, মেঘেতে মিশে যেতে চায়।
ও.. ভালোবেসে বুঝে নিতে চায় অধিকার,
ভালোবেসে বুঝে নিতে চায় অধিকার..
ইন্তেজার.. ইন্তেজার..
করতে পারছি না আর
তুই হয়ে যা আমার।
ইন্তেজার.. ও ও..
চল একটা শহর, বানাবো
যেখানে থাকনে কেউ,
স্বভাবে জড়িয়ে তোকে
চেনাবো, চেনাবো সোহাগের ঢেউ।
ও.. ইচ্ছেরা তোর ছোঁয়া চায় বারবার,
ইচ্ছেরা তোর ছোঁয়া চায় বারবার..
ইন্তেজার.. ইন্তেজার..
করতে পারছি না আর
তুই হয়ে যা আমার।
ইন্তেজার.. ও ও..
ইন্তেজার লিরিক্স – রাজ বর্মন :