ICHCHEY PURON (ইচ্ছে পূরণ) LYRICS – SHAWON GANWALA
Song Name : Icchey Puron
Singer : Shawon Ganwala
Lyrics :Tushar Hasan
Music : Amjad Hossain
Drama : Amar Ekta Tumi Chilo
Label : Pathik
ICHCHEY PURON LYRICS-
মনের গায়ে সযতনে,
বিছিয়ে দিলাম মন।
লক্ষী তুমি আগলে রেখো,
দুজনার আগামী জীবন। – [ ২ বার ]
আজ উঠোন জুড়ে সুখের নিমন্ত্রণ,
এই হওয়াতে… এই হওয়াতে।
তুমি নামের এক বৃষ্টি ঝরে,
বুকের জানালাতে,
ফিরে ফিরে চাই ,চাই তোমাকে,
আজন্ম ভরসাতে। – [ ২ বার ]
চোখ পুড়ে যায় বাস্তবতায়
একটু আড়াল হলে,
বয়ে চলো তাই আমার সত্তায়
ভালোবাসি বলে। – [ ২ বার ]
তোমার সুখে আমার ইচ্ছে পূরণ,
চাই জানাতে … চাই জানাতে।
তুমি নামের এক বৃষ্টি ঝরে,
বুকের জানালাতে,
ফিরে ফিরে চাই ,চাই তোমাকে,
আজন্ম ভরসাতে। – [ ২ বার ]