HOYNI ALAP LYRICS (হয়নি আলাপ) Debdeep Bangla Song
Song: Hoyni Alap (হয়নি আলাপ)
Singer: Debdeep
Chorus: Amrita, Mouli, Rajoshi, Sulagna
Musician: Rudra, Sunny, Suman, Sibashis
Sound mixing and mastering: Abhijit, Studio Junk n Genius
Camera: Anubhav, Arjun, David, Partha, Subham, Swagata
Video Editing: Upal
Sound: Sajal and team
Hoyni Alap Lyrics Song:
এখন আমার হঠাৎ করে পড়ল মনে
একবার হারিয়ে গেছি তেঁতুল বনে
গোলাপি কাঠের ছুরি, চাঁদের মালা
তখনও তোমার আমার হয়নি আলাপ
তখনও তো তোমার আমার হয়নি আলাপ
তখনও তো তোমার সাথে হয়নি আলাপ
তখনও তো তোমার আমার হয়নি আলাপ
তখনও তো তোমার সাথে হয়নি আলাপ
তখন ওই মেলাচ্ছি তাল তার-লালা লা
আলালা লা লা লালা ..
তখন ওই ছোবল খেতে দারুন লাগে
মন আমার মন খারাপেই দারুন মানায়
রেলিং এ মুখ ঝুঁকিয়ে তারার মতো
আমিও পড়ছি খসে শুকনো ডাঙায়
তখন আমি ঠিক এতটা হয়নি বুড়ো
দুচোখে ঘুরছি নিয়ে কাঁচের গুঁড়ো
তখন ওই নতুন নতুন শিখছি শালা
আলালা লা লা লা লালা..
ছিল বটে একখানা ওই বাক্স টিনের
তাতে সব বোঝাই করা জহর মানিক
এইতো সেদিন প্রথম গানের স্কুলে
তোমার ওই রং টা গায়ের থোরাই জানি।
কাগজের নৌকা বানায়, নিজেয় ডুবি
ভাবছি প্রথম চিঠি লিখবো কাকে
বেঁধে চোখ শব্দবাজি হাতেই ফাটাই
তুমি আর কোথায় পেলে সেই আমাকে।
তখন আমি আলোর থেকেও ছুটছি জোড়ে
আঁকি গোল চৌকো আঁকি এক আঁচড়ে
যখন আর পোষাচ্ছে না এ এক চালা
আলালা লা লা লা লালা ..
তখনও তো তোমার আমার হয়নি আলাপ
তখনও তো তোমার সাথেও হয়নি আলাপ
তখনও তো তোমার আমার হয়নি আলাপ
তখনও তো তোমার সাথে হয়নি আলাপ
তখন ওই মেলাচ্ছি তাল তারলালা লা
তখন আমি চোখ মারলেই ভাঙছে তালা
তখন আর পোষাচ্ছে না এ এক চালা
দেখি আমি থাকছি বসে খামখেয়ালা।
HOYNI ALAP LYRICS SONG
Ekhon amar hotath kore porlo mone
Ekbar hariye gechi tetul bone
Golapi kather churi chander mala
Tokhono tomar amar hoyni alap
Tokhono toh tomar amar hoyni alaap
Tokhono toh tomar sathe hoyni alap
Tokhono toh tomar amar hoyni alap
Tokhono toh tomar sathe hoyni alaap
Tokhon oi melachchi taal taar lala la
Tokhon oi chobol khete darun lage
Mon amar mon kharapei darun manay
Reling a mukh jhukiye tarar moto
Amio porchi khose shukno dangay
Tokhon ami thik etota hoyni buro
Duchokhe ghurchi niye kancher guro
Tokhon oi notun notun shikhchi sala.
You may also like –
Fagune Agun Dia Jao Lyrics (ফাগুনে আগুন দিয়া যাও) – Deepmoy Das
Kichu Lyrics (কিছু) – Minar Rahman
Tui Boro Beiman Re Bondhu Lyrics (তুই বড় বেইমান রে বন্ধু) – Samz Vai
Tumi Je Amar Lyrics (তুমি যে আমার) Hridoy khan
Jole Bhasha Phool Lyrics (জলে ভাসা ফুল) Hridoy Khan
Boka Pahar Lyrics (বোকা পাহাড়) Prajna
Na Thaka Jure Lyrics (না থাকা জুড়ে) Mahtim Shakib