Hoye Jetey Paari (হয়ে যেতে পারি) Lyrics – Fidaa

Hoye Jetey Paari (হয়ে যেতে পারি) Lyrics – Fidaa – Yash Dasgupta, Sanjana
Hoye Jetey Paari (হয়ে যেতে পারি) Full Song with Lyrics - FidaaMovie: Fidaa
Music: Arindom Chatterjee
Singer: Arijit Singh
Lyricist: Prasen
Director: Pathikrit Basu
Produced by: Shrikant Mohta
Music Label: Shree Venkatesh Films

Hoye Jetey Paari Lyrics:

Hoye Jetey Paari Tomar Kotha Ele
Notuner moto jeno keu
Hoye Jete Pari Tomar Neel-e Okarone
Khele jaowa dheu
Hoye Jetey Pari Tomar Kotha Ele
Sathe Sathe Aanmona
Hoye Jete Pari Akash neel-e
Megheder aalpona

Tomar chuler gondhe matoyara
Hoyechi sondhey sokal, Ajante
Bolo tomay chara ki hobe aar amar
Tomar haasir songey cholke pora
Ishara belalotay, ajnatey
Bolo tomay chara ki hobe aar amar

Kokhono, dekhecho ki vebe tumi ?
Koto ta egiyegechi,
Adorer kachakachi
Ami, tomar, sathe kokhono
Sunecho ki kaan pete ?
Amader naam lekha
Gaan gaay koto pakhi
Amar, Tomar Kache

Hoye Jetey Paari (হয়ে যেতে পারি) Lyrics In Bangla:

হয়ে যেতে পারি তোমার কথা এলে
নতুনের মতো যেন কেউ
হয়ে যেতে পারি তোমার নীল-এ অকারণে
খেলে যাওয়া ঢেউ
হয়ে যেতে পারি তোমার কথা এলে
সাথে সাথে আনমনা
হয়ে যেতে পারি আকাশ নীল-এ
মেঘেদের আল্পনা…

তোমার চুলের গন্ধে মাতোয়ারা
হয়েছি সন্ধ্যা-সকাল, অজান্তে
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার
তোমার হাসির সঙ্গে ছলকে পড়া
ইশারা মেলালো তাল, অজান্তে
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার

কখনো, দেখেছো কি ভেবে তুমি ?
কতটা এগিয়েছি, আদরের কাছাকাছি
আমি, তোমার, সাথে কখনো
শুনেছো কি কান পেতে ?
আমাদের নাম লেখা
গান গায় কত পাখি
আমার, তোমার কাছে

তোমার চুলের গন্ধে মাতোয়ারা
হয়েছি সন্ধ্যা-সকাল, অজান্তে
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার
তোমার হাসির সঙ্গে ছলকে পড়া
ইশারা মেলালো তাল, অজান্তে
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার

জানিনা, কত রাত পার করে
তোমাকে কুড়িয়ে পাবো
আদরের আশেপাশে
তোমায় নিজের মতো বলে দাও
মেঘে মেঘে বেলা হলে
মনে মনে কথা যতো
লুকিয়েছো জেনে বুঝে
তুমি, তোমার কাছে

তোমার চুলের গন্ধে মাতোয়ারা
হয়েছি সন্ধ্যা-সকাল, অজান্তে
বোলো তোমায় ছাড়া কি হবে আর আমার
তোমার হাসির সঙ্গে ছলকে পড়া
ইশারা মেলালো তাল, অজান্তে
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *