HOYE JETEY PAARI ( হয়ে যেতে পারি ) LYRICS – Arijit Singh
Song: Hoye Jetey Paari
Film: FIDAA
Music Director: Arindom
Singer: Arijit Singh
Lyrics: Prosen
Label : SVF
হয়ে যেতে পারি Lyrics-
হয়ে যেতে পারি,
তোমার কথা এলে,
নতুনের মতো যেন কেউ।
হয়ে যেতে পারি ,
তোমার নীলে,
অকারণে খেলে যাওয়া ঢেউ।
হয়ে যেতে পারি তোমার কথা এলে,
সাথে সাথে আনমনা।
হয়ে যেতে পারি,আকাশ নীলে,
মেঘেদের আল্পনা।
তোমার, চুলের গন্ধে মাতোয়ারা,
হয়েছি সন্ধ্যা-সকাল,
অজান্তে, বলো তোমায় ছাড়া
কি হবে আর আমার ?
তোমার, হাসির সঙ্গে ছলকে পড়া,
ইশারা বেলানতা,
অজান্তে,
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার?
কখনো,
দেখেছো কি ভেবে তুমি?
কতটা এগিয়ে গেছি,
আদরের কাছাকাছি,
আমি – তোমার – সাথে,
কখনো,
শুনেছো কি কান পেতে?
আমাদের নামে লেখা,
গান গায় কত পাখি,
আমার – তোমার – কাছে।
তোমার চুলের গন্ধে মাতোয়ারা,
হয়েছি সন্ধ্যা-সকাল,
অজান্তে, বলো তোমায় ছাড়া
কি হবে আর আমার ?
তোমার, হাসির সঙ্গে ছলকে পড়া,
ইশারা বেলানতা,
অজান্তে,
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার ?
Hoye Jetey Paari Lyrics-
Hoye Jetey Paari,
Tomar Kotha Eley,
Notuner Moto Keu…
Hoye Jetey Paari,
Tomar Neeley,
Okarone Khele Jawa Dheu..
Hoye Jetey Paari,
Tomar Kotha Eley,
Sathe Sathe Anmona…
Hoye Jetey Paari,
Akaash Neeley,
Megheder Alpona..
Tomar, Hasir Shonge Chholke Pora,
Ishara Belanota..
Ojante,
BolO Tomay Chara Ki Hobe Ar AMar.. ?
Kokhono,
DEkhecho Ki Vebe Tumi?
Kotota Egiye Gechi,
Adorer Kachakachi,
Ami – Tomar – Sathe..
Kokhono,
Shunecho Ki Kaan petey,
Amader Naamey Lekha,
Gaan Gay Koto Paakhi,
Amar – Tomar – Kache…
Tomar chuler gondhe matoyara
Hoyechi sondhey sokal, Ajante
Bolo tomay chara ki hobe aar amar …