HOYE AAYE (হয়ে আয়) LYRICS – NAQAAB
Song Name :Hoye Aaye
Singer : Shaan
Lyrics :Prasen
Music :Dev Sen
Album :Naqaab (2018)
Label : SVF
HOYE AAYE LYRICS–
হয়ে আয় বন্ধুজন,
হয়ে আয় না বাধ্য মন,
বেসেছি তোকেই ভালো।
হয়ে যা জলপরী,
আমি হবো তোরই পালক,
বেসেছি তোকেই ভালো।
আজ হোক দিনটা তোর,
আজ হোক দিন আমার,
চল না এভাবে মরতে যাই বারেবার।
হয়ে আয় বন্ধুজন,
হয়ে আয় না বাধ্য মন,
বেসেছি তোকেই ভালো।
হয়ে যা জলপরী,
আমি হবো তোরই পালক,
বেসেছি তোকেই ভালো।
বলবো কি বলবো না
ভেবে কত দিন,
কাটাবি এমন করে ?
চলবো কি চলবো না
করে কত রাত,
ভাসাবি এমন করে?
আজ হোক দিনটা তোর,
আজ হোক দিন আমার,
চল না এভাবে মরতে যাই বারেবার।
হয়ে আয় বন্ধুজন,
হয়ে আয় না বাধ্য মন,
বেসেছি তোকেই ভালো।
হয়ে যা জলপরী,
আমি হবো তোরই পালক,
বেসেছি তোকেই ভালো।
ঘুরছে মন উড়ছে মন,
তোর দুই পাশে,
আজকে এসেছি তাই জানাতে।
এই সকাল অন্য হাল
তুই নে ধরে,
এইবারে কে কাকে থামাবে?
আজ হোক দিনটা তোর,
আজ হোক দিন আমার,
চল না এভাবে মরতে যাই বারেবার।
হয়ে আয় বন্ধুজন,
হয়ে আয় না বাধ্য মন,
বেসেছি তোকেই ভালো।
হয়ে যা জলপরী,
আমি হবো তোরই পালক,
বেসেছি তোকেই ভালো।