Hoteo Pare Ei Dekha Sesh Dekha Lyrics (হতেও পারে এই দেখা শেষ দেখা)
Singer: James
Band Name: Nagar Baul
Hoteo Pare Ei Dekha Sesh Dekha Lyrics :
নীরবে, অভিমানে নিভৃতে,
করছো তিলে তিলে নিজেকে শেষ।
কেনো বলো, পৃথিবীতে কেউ কারো নয়?
হয়ে গেছে ভালবাসা নিঃশেষ।
বন্ধু, ভেঙ্গে ফেলো এই কারাগার,
খুলে দাও সে হৃদয়ে প্রণয়ের দ্বার।
হতেও পারে এই দেখা শেষ দেখা,
হতেও পারে এই গানই শেষ গান।
হতেও পারে,
আমাদের এই মিলনমেলা এক ইতিহাস
হতেও পারে,
তোমার শীতল চোখটাই যেন এক উচ্ছাস
হতেও পারে,
বিষাদের এই জনপদ প্রণয়ের তীর্থ
হতেও পারে,
তোমার একটু নীরবতায় সে ব্যার্থ।
হতেও পারে এই দেখা শেষ দেখা,
হতেও পারে এই গানই শেষ গান।
দুঃখ আমার সাথেই আছে,
তবু দেখো দু:খী আমি নইতো।
ডাক দিয়ে যায় প্রণয়-মেলা,
এতেই নিহিত সুখ হয়তো।
কিসের এত দু:খ তোমার?
সারাক্ষণ বসে বসে ভাবছো,
পৃথিবীতে বলো বাঁচবে কদিন
সময়টাতো বড় অল্প।
নীরবে, অভিমানে নিভৃতে,
করছো তিলে তিলে নিজেকে শেষ।
কেনো বলো, পৃথিবীতে কেউ কারো নয়?
হয়ে গেছে ভালবাসা নিঃশেষ।
বন্ধু, ভেঙ্গে ফেলো এই কারাগার,
খুলে দাও, খুলে দাও সে হৃদয়ে প্রণয়ের দ্বার।
হতেও পারে এই দেখা শেষ দেখা,
হতেও পারে এই গানই শেষ গান।