Hashtag Lyrics (হ্যাশট্যাগ) – Shaon Gaanwala – Paanch Phoron
Song Name: Hashtag
Story Name: Lilith
Web series Name: Paanch Phoron
Singer and Music: Shaon Gaanwala
Lyrics: Shahjahan Shourov
Music Label: SVF Music
Hashtag Lyrics In Bengali:
গল্প বলা দিয়েছি বাদ দূর চাই বলে
ব্যাকস্পেস আর ক্যালেন্ডারে যাচ্ছে সব চলে
পা পা পারা পা..
ট্রাফিক এর বাতি লাল টিমটিম কলমে নিভু নিভু
শপথ করেছি গল্প আর বলবো না কভু।
তবু ঘটে যায় শিরোনাম ডানায় ডানায়
হ্যাশট্যাগ আর ভাজে অফলাইন এর কোনায়।
ভীষণ নিরিবিলি কে কত উপেক্ষা
উপেক্ষা রোদ ঝিলিকে
ভীষণ নিরিবিলি কে কত উপেক্ষা
কতো রোদ ঝিলিকে।
মুখ বন্ধ খামের ভেতর হাঁস-ফাঁস চিঠি
খুলবোনা আর কখনো জানতাম ঠিকই
তবু ঘটে যায় সংগ্রাম তারা গোনায়
শট্যাগ আর ভাজে অফলাইন এর কোনায়।
তবু ঘটে যায় শিরোনাম ডানায় ডানায়
হ্যাশট্যাগ আর ভাজে অফলাইন এর কোনায়।
হ্যাশট্যাগ Lyrics Song –
Golpo bola diyechi baad dur chai bole
Backspace aar calendar e jacche shob chole
Trafic er baati laal timtim kolome nibhu nibhu
Shopoth korechi golpo aar bolbo na kobhu
Tobu ghote jaay shironaam danay danay
Hashtag aar vajhe offline er konay
Vishon niribile ke, koto upekkha,
Upekkha rod jhilike
Mukh bondho khamer bhetor hash-fash chithi
Khulbona aar kokhono jantam thiki
Tobu ghote jaay songram tara gonay
Hashtag aar vajhe offline er konay.