Hariye Jawar Gaan Lyrics (হারিয়ে যাওয়ার গান) Paanch Phoron 2
Song: Hariye Jawar Gaan
Web Series: Paanch Phoron 2
Singer: Akash Bhattacharyya
Lyrics: Aditya Saha
Composition: Riad Hasan
Mix and Master: Amit Chatterjee
Label: SVF Music
Hariye Jawar Gaan Lyrics :
কোলাহল ক্রমে নীরব হবে
চেনা মুখোশ গুলো পড়ে রবে,
হাওয়া ঘোরে, ঘোরে পাতারাও
থাকছে যারা, দেখছে তারা।
দাঁড়িয়েছে আজ কার্নিসে
পিছুটানে ডাক পায়নি সে,
কথা ছিলো বন্ধু পাবে
আলোকবর্ষ দূরে উড়ে যাবে।
হারিয়ে, হারিয়ে..
হারিয়ে যাওয়ার গান,
হারিয়ে, হারিয়ে ..
হারিয়ে যাওয়ার গান..
চোখের কাপড় তুমি সরিয়ে নাও
ভাবনাকে তুলি ধরিয়ে দাও,
রংধনু যদি পাও খুঁজে
আমার ছোঁওয়া তুমি পাবে বুঝে।
যদি ছেড়ে যাই এ রাজধানী
শিকড়েরা তাই সাবধানী,
সব বাধা ভেঙে চল তারা গুনি,
আমি আছি না, এসো তুমি।
হারিয়ে, হারিয়ে ..
হারিয়ে যাওয়ার গান,
হারিয়ে, হারিয়ে ..
হারিয়ে যাওয়ার গান …