Har Keno Mene Nebo (হার কেন মেনে নেবো) Lyrics – Imran Mahmudul
Song name: Har keno mene nebo
Singer: Imran mahmudul & Ruksana Nila
Lyrics : Zulfiqer russell
Tune, Music & Programming: Imran Mahmudul
Video direction: Saikot Reza
Har Keno Mene Nebo Lyrics-
হাল কেন ছেড়ে দেবো ?
ঠিক দেখো খুঁজে নেবো। (x2)
যে টুকু চাই মন থেকে চাই ,
হার কেন মেনে নেবো ? (x2)
যে ফিরে যাবে কি আর পাবে
ফেরার নেই তো সাথ
যদি পথে থাকি দেখা হবে নাকি
চোখের এতনেই বাথ
দিনে রোদ হবো, রাতে চাঁদ হবো
হার কেন মানবো ?
হাল কেন ছেড়ে দেবো ?
ঠিক দেখো খুঁজে নেবো। (x2)
খুব কম আলো সেও লাগে ভালো
এর নাম অনুভব
খুলি জানালা কে, আশা জেগে থাকে
ঠিক হয়ে যাবে সব
জানি ভোর হবে, যদি জল ছোঁবে
হার কেন মানবো ?
হাল কেন ছেড়ে দেবো ?
ঠিক দেখো খুঁজে নেবো। (x2)
যে টুকু চাই মন থেকে চাই ,
হার কেন মেনে নেবো ? (x2)
হার কেন মেনে নেবো Lyrics-
Hal keno chere debo ?
Thik dekho khuje nebo
Je tuku chai mon theke chai
Har keno mene nebo ?
Je fire jaabe ki aar pabe
Ferar to nei sath
Jodi pothe thaki dekha hobe naki
Chokher etonei bath
Dine rod hobo raate chad hobo
Haar keno manbo ?