Gunjane Dole Je Bhramar Lyrics (গুঞ্জনে দোলে যে ভ্রমর)

Gunjane Dole Je Bhramar Lyrics (গুঞ্জনে দোলে যে ভ্রমর)
Gunjane Dole Je Bhramar Full Lyrics Song (গুঞ্জনে দোলে যে ভ্রমর)Movie: Aradhana (1969)
Singers: Kishore Kumar, Asha Bhosle
Music Composer: S. D. Burman
Lyricist: Gauriprasanna Mazumder
Directed by: Shakti Samanta
Music Label: Saregama

Gunjone Dole Je Bhramar Lyrics :

গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে (x2)
ঘুরে ঘুরে, সুরে সুরে
গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে..

চেয়ে দেখ না গো
বেইমান ভোমরা শুধু মধু খেতে চায়
ও কলি যে শরমে ঘোমটা টানে
সোনাঝরা ধুপছায়, হায় (x2)

হায় হায়রে দিন যায় রে
হায় প্রিয় কেন গো দূরে দূরে
গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে
ঘুরে ঘুরে সুরে সুরে
গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে

কি হলো কে জানে
রূপ গরবী যাও কেন গো সরে সরে
হায় আঁচল ধরো না
জান না কি কেন শরমে যায়
ফুল ঝরে ঝরে (x2)

হায় হায়রে দিন যায় রে
হায় প্রিয় কেন গো দূরে দূরে
গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে
ঘুরে ঘুরে সুরে সুরে
হো গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে

যদি মন না চায়
কিছুই বলো না মনটা দিওনা
ও ছাড়ো মালায় বেঁধো না
ভোমরের মতই মনটা নিও না (x2)

হায় হায়রে দিন যায়রে
হায় প্রিয় কেন গো দূরে দূরে
গুঞ্জনে দোলে যে ভ্রমর
সুর তোলে যে উড়ে উড়ে

ঘুরে ঘুরে, সুরে সুরে (x5)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *