GHURE TAKAO Lyrics (ঘুরে তাকাও) – ANUPAM ROY
Song: Ghure Takao
Singer: Anupam Roy
Lyric and Music: Anupam Roy
Movie: Shah Jahan Regency (2019)
Production and Label: SVF
GHURE TAKAO LYRICS SONG:
শুনে দেখো গান আমার,
হয়তো ভালো লেগে যেতে পারে।
একটু সময় দিতে হায়,
বদলে যেতে পারে তোমার কান।
তোমার জানলায় উড়ুক
নতুন এক নিশান।
হেঁটে দেখো পথ আমার,
হয়তো ভালো লেগে যেতে পারে।
বৃষ্টি ভেজা অন্ধকার,
ছাতিম ফুলের গন্ধে বেসামাল।
কেন ফালতু ভেবে হোচ্ছ নাজেহাল?
এসো ডাইনিং টেবিলে খেলি পিংপং,
বোকা মন খারাপের লিখি থিম সং,
ছাদে পা ছড়িয়ে,
রোদে পিঠ ঠেকিয়ে,
সবুজ কড়াইশুঁটি ছাড়াই শীতের দিনে।
ও – ও – ও ঘুরে তাকাও
ও – ও – ও ঘুরে তাকাও
ও – ও – ও ঘুরে তাকাও
ও ও ও.. ঘুরে তাকাও।
থেকে দেখো ঘর আমার,
হয়তো ভালো লেগে যেতে পারে।
এক বালিশেই স্বপ্ন হোক,
আয়না কোনে থাকুক তোমার টিপ,
আমায় শাসন করুক তোমার চুলের ক্লিপ।
ছুঁয়ে দেখো হাত আমার,
হয়তো ভালো লেগে যেতে পারে।
এই শরীরে ঢেউ ওঠে,
ভাসিয়ে নিয়ে যাবে কি তোমায়,
একটা সুযোগ দিয়ো তাই আমায়।
এসো ডাইনিং টেবিলে খেলি পিংপং,
বোকা মন খারাপের লিখি থিম সং।
ছাদে পা ছড়িয়ে,
রোদে পিঠ ঠেকিয়ে
সবুজ কড়াইশুঁটি ছাড়াই শীতের দিনে।
ও – ও – ও… ঘুরে তাকাও
ও – ও – ও… ঘুরে তাকাও
ও – ও – ও… ঘুরে তাকাও
ও – ও – ও… ঘুরে তাকাও।