Ghum Lyrics (ঘুম) Tahsan – Minar Rahman

Ghum Lyrics (ঘুম) Tahsan – Minar Rahman
Ghum Lyrics Tahsan Minar
Song Details:
Song: Ghum
Album: Ari
Singer: Thasan Khan & Minar Rahman
Lyrics & Tune: Minar Rahman
Music: Tahsan Khan
Director: Shihab Sikder
Cinematographer: Sharafat Ali Shawkat
Edit & Colour: Ashikul Islam Sabbir
Golpo Production
Label: G Series

You may also like –

Porimiti Lyrics (পরিমিতি) Tahsan

Kotodur Lyrics (কতদুরে) Tahsan Khan

JACCHO HARIYE (যাচ্ছো হারিয়ে) LYRICS – TAHSAN ROMANTIC SONG

 

Ghum Lyrics:

ঘুম জড়ানো রাতটা ঘিরে
একলা জেগে রই,
আর রোজ সকালে হাসতে থাকা
ফাগুন তুমি কই ?

কবে আবার আসবে বলো
দাঁড়িয়ে একা,
সেও কি তুমি জানোনা ?
কবে আবার পড়বে মনে
নাম না জানা,
সেই সে পথের ঠিকানা।।

ঘুম জড়ানো পথটা ধরে
হাঁটছি বহুদূর,
আর ক্লান্ত চোখে ভ্রান্তিগুলোর
অবুঝ কোন সুর।
ব্যস্ত শহর বদলে গেছে
থমকে আছে সব,
আর বদলে যাওয়া ভাবনাগুলোর
নিরব কলরব।

কবে আবার আসবে বলো
দাঁড়িয়ে একা,
সেও কি তুমি জানোনা ?
কবে আবার পড়বে মনে
নাম না জানা,
সেই সে পথের ঠিকানা।।

চার দেয়ালের হাতছানিতে
মোহের ভাঙ্গাগড়া,
আর রোজ বিকেলের সবটা জুড়ে
স্মৃতির পিছুতাড়া।
আনমনেতে প্রশ্নগুলোর
অলস অভিমান,
আর মরচে পড়া হারমনিকায়
ভুলের জয়গান।

কবে আবার আসবে বলো
দাঁড়িয়ে একা,
সেও কি তুমি জানোনা ?
কবে আবার পড়বে মনে
নাম না জানা,
সেই সে পথের ঠিকানা।।

Play on YouTube

 

You May Like:

Abar Brishti Hobe Lyrics Minar Rahman (আবার বৃষ্টি হবে) Shusmita Anis

Tomar Valo Hok Lyrics – Minar Rahman (তোমার ভালো হোক)

Bohemian Lyrics (বোহেমিয়ান) – Tanjib Sarowar – Afran Nisho – Mehazabien

Ektukhani Lyrics (একটুখানি) – Minar Rahman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *