FERATE PARINI LYRICS (ফেরাতে পারিনি) – REHAAN RASUL

FERATE PARINI LYRICS (ফেরাতে পারিনি) – REHAAN RASUL
FERATE PARINI LYRICS (ফেরাতে পারিনি) - REHAAN RASULSong: Ferate Parini Ami
Singer: Rehaan Rasul
Lyrics: Mahmud Manzoor
Music: Naved Parvez
Drama: Appointment Letter (2019)
Label: CINEMAWALA

FERATE PARINI LYRICS Bangla:

সবই বুঝি,
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত।

আজও ভাবি,
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি,
নীল প্রজাপতি শত।

ফেরাতে পারিনি আমি,
পারিনি তোমার হতে।
তুমিতো গিয়েছো চলে,
দ্রুতলয়ে আলোর পথে।

সবই বুঝি,
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত।

আজও ভাবি,
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি,
নীল প্রজাপতি শত।

সেই যে ভালোবেসে,
হৃদয়ের পাল তুলে।
প্রেমের বৈঠা নিয়ে,
অজানায় গিয়েছো চলে।

ফেরাতে পারিনি আমি,
পারিনি তোমার হতে।
তুমিতো গিয়েছো চলে,
দ্রুতলয়ে আলোর পথে।

সবই বুঝি,
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত।

আজও ভাবি,
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি,
নীল প্রজাপতি শত।

এই যে আলো থেকে,
আঁধারে দিয়েছো ঠেলে।
কী যে একা একা লাগে,
চোখ ভিজে লোনা জলে।

ফেরাতে পারিনি আমি,
পারিনি তোমার হতে।
তুমিতো গিয়েছো চলে,
দ্রুতলয়ে আলোর পথে।

সবই বুঝি,
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত।

আজও ভাবি,
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি,
নীল প্রজাপতি শত।

May you also like –

Preme Pora Baron Lyrics (প্রেমে পড়া বারণ) Sweater – Lagnajita Chakraborty

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *