Fagune Agun Dia Jao Lyrics (ফাগুনে আগুন দিয়া যাও) – Deepmoy Das

Fagune Agun Dia Jao Lyrics (ফাগুনে আগুন দিয়া যাও) – Deepmoy Das
Fagune Agun Dia Jao Lyrics Song (ফাগুনে আগুন দিয়া যাও) Deepmoy DasSong: Fagune Agun Dia Jao
Vocal, Lyric & Tune: Deepmoy Das
Arrangement: Rrivu Anon
Guitar: Rrivu Anon
Khamak: Bama Prasad Singha
Production: Music Barrack
Dop: Trayajit
Direction: Anirban
Studio: Nouvel age studio, Crossfade Studio
Label: Folk Studio Bangla

Fagune Agun Dia Jao Lyrics :

ফাগুনে আগুন দিয়া যাও,
ফাগুনে আগুন দিয়া যাও
আরে বইসা আছি তোমার তরে,
আইসা আমায় লইয়া যাও
ফাগুনে আগুন দিয়া যাও,
ফাগুনে আগুন দিয়া যাও।

পলায় আমি যামু না,
পলায় আমি যামু না
পিরিত কইরা ভালোবাইসা
একলা রইতে পারুম না,
পলায় আমি যামু না।

প্রথম দেখার দিনের থেকে
বুক বেঁধেছি ভালোবাসায়,
বসন্তের এই উদাস বিকেল
বন্ধু আমি তোমার আশায়।

সহজ আমি সরল তুমি
সবুজ ধানের গন্ধ তুমি,
পলাশ রাঙা প্রেমের মতো
শরীর জুড়ে শীতল তুমি।

ডুব ডুব ফাগুন হাওয়ায়
ভালোবাসার শান্ত ছাওয়ায়,
এক জীবনে এপার ওপার
আমায় তুমি কথা দাও,
এ ফাগুনে আগুন দিয়া যাও,
ফাগুনে আগুন দিয়া যাও।
আরে বইসা আছি তোমার তরে,
আইসা আমায় লইয়া যাও ..
ফাগুনে আগুন দিয়া যাও,
ফাগুনে আগুন দিয়া যাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *