Fagun Haway Haway Lyrics – Lopamudra – Rabindra Sangeet
Fagun Haway Haway (ফাগুন হাওয়ায় হাওয়ায়) Mp3 Song Lyrics: An Amzing Rabindra Sangeet Song sung by Lopamudra Mitra. Fagun Haway Haway Song Lyrics Written by Rabindranath Tagore.
Fagun Haway Haway Lyrics –
ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান-
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান-
আমার আপনহারা প্রাণ আমার বাঁধন-ছেড়া প্রাণ॥
তোমার অশোকে কিংশুকে
অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে,
তোমার ঝাউয়ের দোলে
মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান॥
পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায়
রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়।
তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন-স্বপন-মাখা।
তোমার চাঁদের আলোয়
মিলায় আমার দুঃখসুখের সকল অবসান॥
Fagun Haway Haway Lyrics-
Phagun haway haway korechhi je daan –
Tomar haway haway korechhi je daan –
Aamar aaponhara praan aamar bnaadhon chnera praan.
Tomar ashoke kingshuke
Alokhyo rong laaglo aamar okaroner sukhe,
Tomar jhauyer dole
Mormoriya uthe aamar dukhoraater gaan.
Purnimasondhyay tomar rojonigandhyay
Roopsgorer paarer paane udaashi mon dhaay.
Tomar projapotir paakha
Aamar aakash-chawa mugdho chokher rongin-swapan-maakha.
Tomar chnaader aaloy
Milay aamar dukkhosukher sakol abosan.