Eto Kichu Bojho Lyrics (এত কিছু বোঝো) – Hridoy Khan
Song: Eto Kichu Bojho
Drama: Tumi Kingba Ghasful
Vocal, Music & Tune: Hridoy Khan
Lyrics: Milon Mahmud
Director: B U Shuvo
Label: G Series
Eto Kichu Bojho Lyrics :
মন ভাঙা, মন গড়া
কিছুতেই নেই যে প্রেম।
মনেরি মনি কোঠায় সাজানো যে থাকবে..
এত কিছু বোঝো আর মন বোঝো না
কত কিছু তুমি খোঁজো আমায়
তো খোঁজো না।
I just wanna tell you
How much i love you
যত দূরে যেতে চাও
ভেসে চলে যাও, এই মনেরি ছায়ায়,
রবে তোমাকে ঘিরে, তুমি আসবেই ফিরে
এই মনেরি মায়ায়।
মনেরি মনি কোঠায় সাজানো যে থাকবে
এত কিছু বোঝো আর মন বোঝো না
কত কিছু তুমি খোজো আমায়
তো খোজো না।
আমি দুহাত বাড়িয়ে আছি দাঁড়িয়ে
বিরহী প্রতিক্ষন,
তুমি রাঙা চরনে আমার সিথানে
এসে দাড়াও কখন।
মনেরি মনি কোঠায় সাজানো যে থাকবে..
এত কিছু বোঝো আর মন বোঝো না
কত কিছু তুমি খোঁজো আমায়
তো খোঁজো না।
মন ভাঙা, মন গড়া
কিছুতেই নেই যে প্রেম
মনেরি মনি কোঠায় সাজানো যে থাকবে
এত কিছু বোঝো আর মন বোঝো না
কত কিছু তুমি খোজো
আমায় তো খোজো না।