Emon Madhur Sandhyay Lyrics (এমন মধুর সন্ধ্যায়) Asha Bhosle
Song: Emon Modhur Sandhyay
Film Title: Ekanta Apan
Singer: Asha Bhosle
Music: R.D.Burman
Lyricist: Swapan Chakraborty
Director: Biresh Chatterjee
Label: Saregama Bengali
Emon Madhur Sandhyay Lyrics :
এমন মধুর সন্ধ্যায় এক কি থাকা যায়
এমন মধুর সন্ধ্যায় এক কি থাকা যায়
খুঁজে নাও, বেছে নাও, তুমি সাথী কে
আলোতে, আঁধারে, প্রেমেরি খেলাতে,
মন যাকে চায়.. হা আ, হা আ
আহারু আহারু, আহমর আহমর,
মন যাকে চায়।
আজকে নেশা নেশা, কাল নেশা থাকবে না
আজকে আমি প্রিয়া, কাল মনে রাখবে না
আসলে, নকলে, মিলেছে যেখানে,
সব চেনা দায়
খুঁজে নাও, বেছে নাও, তুমি সাথী কে
আলোতে, আঁধারে, প্রেমেরি খেলাতে
মন যাকে চায়.. হা আ, হা আ
আহারু আহারু, আহমর আহমর,
মন যাকে চায়।
এমন মধুর সন্ধ্যায় এক কি থাকা যায়
খুঁজে নাও, বেছে নাও, তুমি সাথী কে
আলোতে, আঁধারে, প্রেমেরি খেলাতে,
মন যাকে চায়.. হা আ, হা আ
আহারু আহারু, আহমর আহমর,
মন যাকে চায়।
আমি হেরে গেছি, প্রেমেরি খেলাতে
একদিন হারিয়ে যাবো জীবনেরি মেলাতে
বুঝতে পারো কি? কি বলে তোমাকে ?
আঁখি ইশারায়..
খুঁজে নাও, বেছে নাও, তুমি সাথী কে
আলোতে, আঁধারে, প্রেমেরি খেলাতে
মন যাকে চায়.. হা আ, হা আ
আহারু আহারু, আহমর আহমর,
মন যাকে চায়।
এমন মধুর সন্ধ্যায় এক কি থাকা যায়
খুঁজে নাও, বেছে নাও, তুমি সাথী কে
আলোতে, আঁধারে, প্রেমেরি খেলাতে,
মন যাকে চায়.. হা আ, হা আ
আহারু আহারু, আহমর আহমর,
মন যাকে চায়।