EKOI POTHE CHOLNA RE FULL LYRICS (একই পথে চলনারে) – IMRAN MAHMUDUL
EKOI POTHE CHOLNA RE FULL LYRICS (একই পথে চলনারে) - IMRAN MAHMUDULSong: Ekoi Pothe Cholna Re
Singer: Imran Mahmudul and ShenizLyric: Faisal Rabbikin
Music: Imran Mahmudul
Label: Eagle Music

EKOI POTHE CHOLNA RE FULL LYRICS Song-

এ মন, মানে না কোনো বারণ,
ভাবি শুধু অকারণ,
তোরই কথা।

বোঝেনা, কোনো কিছু বোঝেনা,
খোঁজে তোরই ঠিকানা,
পেতেই দেখা।

প্রেমে এতো জ্বালাতন,
তবু মন ভরে না।
জমা এতো আলাপন,
যেন শেষ হবে না।

চলে আয় না,
বাঁচা যায় না,
করিস না বাহানা।

আয় না রে কাছে আয় না রে,
প্রান তো আর হায় সয় না,
বলবো কথা কানে কানে
একই পথে চলনা রে। – [ ২ বার ]

মন যে কখন কোন ইশারায়
তোরই কাছে হারালো।
প্রেম যে এমন
বুঝিনি আগে,
সিমানা সে তো ছাড়ালো।

প্রেমে এতো জ্বালাতন,
তবু মন ভরে না।
জমা এতো আলাপন,
যেন শেষ হবে না।

চলে আয় না,
বাঁচা যায় না,
করিস না বাহানা।

আয় না রে কাছে আয় না রে,
প্রান তো আর হায় সয় না,
বলবো কথা কানে কানে
একই পথে চলনা রে।

তুই আয় না রে কাছে আয় না রে,
প্রান তো আর হায় সয় না,
বলবো কথা কানে কানে
একই পথে চলনা রে।

ভালোবাসি কেনো এতো
কি সেই যাদু জানি না।
একই আকাশ, একই পৃথিবী
দূরে থাকা ভালো লাগে না।

প্রেমে এতো জ্বালাতন,
তবু মন ভরে না।
জমা এতো আলাপন,
তবু শেষ হবে না।

চলে আয় না,
বাঁচা যায় না,
করিস না বাহানা।

আয় না রে কাছে আয় না রে,
প্রান তো আর হায় সয় না,
বলবো কথা কানে কানে
একই পথে চলনা রে।

তুই আয় না রে কাছে আয় না রে,
প্রান তো আর হায় সয় না,
বলবো কথা কানে কানে
একই পথে চলনা রে।