Eki Bhalobasha Lyrics – Asha Bhosle
Singer: Asha Bhosle
Music Composer: R. D. Burman
Eki Bhalobasha Lyrics :
একি ভালোবাসা,
ভালো, ভালোবাসা (x2)
তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না
কিছুতেই দিন কাটে না
একি ভালোবাসা,
হ্যাঁ, এই ভালোবাসা
একি ভালোবাসা, এই ভালোবাসা
তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না
কিছুতেই দিন কাটে না
একি ভালোবাসা, ভালো, ভালোবাসা
যেদিন তুমি এলে,
প্রথম আমারি এই জীবনে
সেদিন থেকে আমি
কত কিছু যে ওগো ভাবছি মনে
তুমি এলে প্রাণে সাড়া জাগে
আর কিছুতে জাগে না..
তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না
কিছুতেই দিন কাটে না
একি ভালোবাসা,
ভালো, ভালোবাসা
কত নিশি গেছে
থাকিতে রাত্রি জাগি জাগি
আমারি পরানে
বাজে কত বাজি তোমার নাহি
তোমার থেকে ওগো দূরে থাকা
আর কিছুতেই যাবে না..
তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না
কিছুতেই দিন কাটে না
একি ভালোবাসা, এই ভালোবাসা
তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না
কিছুতেই দিন কাটে না
একি ভালোবাসা,
ভালো, ভালোবাসা
এই ভালোবাসা, ভালো, ভালোবাসা