Ekhono Majhe Majhe Lyrics (এখনও মাঝে মাঝে) – Asif Akbar

Ekhono Majhe Majhe Lyrics (এখনও মাঝে মাঝে) – Asif Akbar
Ekhono Majhe Majhe Lyrics (এখনও মাঝে মাঝে) - Asif AkbarSong: Ekhono Majhe Majhe
Album: O Priya Tumi Kothay
Singer: Asif Akbar
Cover by: Noble Man
Lyrics, Tune & Music: Ethun Babu
Label: Soundtek

Ekhono Majhe Majhe Lyrics :

এখনও মাঝে মাঝে
মাঝ রাতে ঘুমের ঘোরে,
শুনি তোমার পায়ের আওয়াজ
যেন তুমি এসেছো ফিরে।

তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে,
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে।

এই রাত সেই রাত
কেটে গেছে কত রাত
কষ্টের হাওয়া বুকে নিয়ে,
আর পড়ে আছে কত না স্মৃতি
বন্দী মনের কারাগারে।

তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে,
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে।

এই প্রাণ এই মন কেঁদে বলে সারাক্ষণ
ভুলে গিয়ে আছো তুমি সুখে,
আমি কাটাই প্রহর আর ভালোবাসার
একা বেদনারই চরে।

তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে।

এখনও মাঝে মাঝে
মাঝ রাতে ঘুমের ঘোরে,
শুনি তোমার পায়ের আওয়াজ
যেন তুমি এসেছো ফিরে।

তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে,
তুমি চলে গেছো অনেক দুরে
এই মনের আঙিনা ছেড়ে।

Play on YouTube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *