EKHONO (এখনো) LYRICS – Recall Band – Oporajito Album

EKHONO (এখনো) LYRICS – Recall Band – Oporajito Album
EKHONO (এখনো) LYRICS - Recall Band - Oporajito Album Song Name: Ekhono
Band Name: Recall
Album Name: Oporajito

Band Members :
Meraz Mohsin (Vocals, Guitars, Keyboard)
Tanvir Tori (Guitars, Vocals, Piano, Violin)
Pritam Das (Guitars)
Saleheen Nur (Bass)
Samer Alam (Drums)

Ekhono Lyrics In Bangla-
মুখরিত কোনো রাতের শেষে
ভ্রান্ত এই মন অপূর্ণতায় পুড়ে
অলিক কিছু কল্পনাতে বিভোর
অধীর এখন ক্লান্ত ভীষণ,
থমকে থাকে ভোর।

বিষন্নতায় রোদেলা ভোরে
অবুজ এ মন জেগে রয় অবাক চোখে
আটকে থাকা ক্রোধের আড়ালে
আমাকে, নিয়ে চলে..

সীমিত সময়ের তোমার এই সঙ্গতে
তুমি কার মাঝে কে ?
ভুলে থাকে তোমাকে
নতুন দিনের আশাতে।

বিষন্ন সেই রাতের,
অপেক্ষা প্রভাতের
দু’চোখ জুড়ে, করো জোড়ে
প্রতিশুতি ছিল যত তোমার
কেনা সুখে বিলীন হবে
নিভে যাবে রোদ …

বিষন্নতায় রোদেলা ভোরে
অবুজ এ মন জেগে রায়,
অবাক চোখে আটকে থাকে ক্রোধ।

এখনো লিরিক্স-
Mukhorito kono raater seshe
Vranto e mon opurnotay pure
Olik kichu kolponate bibhor
Odhir ekhon klanto vishon
Thomke thake bhor

Bishonnotay rodela bhore
Obuj e mon jege roy obak chokhe
Aatke thaka krodher aarale
Amake niye chole..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *