Ekdin Porabe Amar Ovab Lyrics (একদিন পোড়াবে আমার অভাব) Sadat Hossain

Ekdin Porabe Amar Ovab Lyrics (একদিন পোড়াবে আমার অভাব) Sadat Hossain
Ekdin Porabe Amar Ovab Lyrics Song (একদিন পোড়াবে আমার অভাব) Sadat HossainSong: Ekdin Porabe Amar Ovab
Vocal, Tune & Lyrics: Sadat Hossain
Music: PB Rudro
Guitar: Shuvo Ds
Esraj: Amit Biswas
DOP, Edit & Color: Farhan Ahmed Rafat
Directed By: Manju Ahmed
Label: G-Series

Ekdin Porabe Amar Ovab Lyrics :

হৃদয়ও মাঝারে পুষলাম কত আদরে,
হৃদয়ও মাঝারে পুষলাম কত আদরে
তুমি বন্ধু আপন চিনলা না,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব।

তুমি বন্ধু ধরবে পর মানুষের হাত
আমার বুকে আসবে আমাবস্যা রাত,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব।

অভাগার মন নিয়ে করোনা ছলনা
মন সে তো নয়রে তোমার হাতের খেলনা,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব।

হৃদয়ও মাঝারে পুষলাম কত আদোরে,
হৃদয় মাঝারে পুষলাম কত আদরে
তুমি বন্ধু আপন চিনলা না,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব।

Play on YouTube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *