Dure Hariye Lyrics (দূরে হারিয়ে) – Minar Rahman – Batch 27

Dure Hariye Lyrics (দূরে হারিয়ে) – Minar Rahman – Batch 27
Dure Hariye Lyrics (দূরে হারিয়ে) - Minar Rahman - Batch 27Song: Durey Hariye
Singer with Lyrics by Minar Rahman
Tune and Music: Sajid Sarker
Telefilm: Batch 27

Dure Hariye Lyrics (দূরে হারিয়ে) Bangla:

কখনো দুচোখ জুড়ে তাকিয়ে থেকে
কখনো মায়ার বাঁধনে জড়িয়ে ,
ঘুম হয়ে , পিছু টান হয়ে ,
শুধু তুমিই তো ছিলে … ।

পথের প্রান্তে গাওয়া গান গুলো আর
পুরনো খাতায় লেখা লাইন গুলো ,
নিল হয়ে , অবনীল হয়ে ,
শুধু তোমাকেই খোঁজে … ।

জানিনা কোথায় তুমি… ,
কেন যে দূরে হারিয়ে… ,
কেন যে আছো লুকিয়ে … ,
আজো আছি তোমারই হয়ে … । [২ বার]

যদি কখনো আবার হয় দেখা,
যদি পথ দুটো না হয় একা ,
তবে রোজ রাতে আমি তারা হয়ে ,
জ্বলবো তোমার ইশারায়… ।

জানা অজানার মাঝে ভুল হয়ে ,
কোন উদাসী বিকেল জুড়ে ঝুম হয়ে ,
সুর হয়ে , কবিতা হয়ে ,
শুধু তোমাকেই খুঁজি … ।

জানিনা কোথায় তুমি… ,
কেন যে দূরে হারিয়ে… ,
কেন যে আছো লুকিয়ে … ,
আজো আছি তোমারই হয়ে … । [৩ বার]

You may also like –

Abar Brishti Hobe Lyrics Minar Rahman (আবার বৃষ্টি হবে) Shusmita Anis

Tomar Valo Hok Lyrics – Minar Rahman (তোমার ভালো হোক)

Bohemian Lyrics (বোহেমিয়ান) – Tanjib Sarowar – Afran Nisho – Mehazabien

Ektukhani Lyrics (একটুখানি) – Minar Rahman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *