DIRGHOSHASH (দীর্ঘশ্বাস) FULL LYRICS – RECALL – OPORAJITO (ALBUM)
DIRGHOSHASH (দীর্ঘশ্বাস) FULL LYRICS - RECALL - OPORAJITO (ALBUM)Song: Dirghoshash
Singer: Recall (Band)
Lyric and Music: Recall (Band)
Album: Oporajito
Label: Recall (Band)
Release Date: Feb 15, 2019

DIRGHOSHASH SONG Full LYRICS BY RECALL:

মাঝে মাঝে অভিমানে,
নিজের কাছে আনমনে।
মাঝে মাঝে অভিমানে,
নিজের কাছে আনমনে,
বলে উঠি, নির্জনে, .

কেন ভালোবাসো না আমায়?
কেন ভালোবাসো না আমায়?

মাঝে মাঝেতেই নিঃসঙ্গ আমি,
দু’নয়নের বৃষ্টি চুমি।
মাঝে মাঝেতেই নিঃসঙ্গ আমি,
দু’নয়নের বৃষ্টি চুমি।

তখনো সুধায় জগত ভূমি,
কেন ভালোবাসো না আমায়?
কেন ভালোবাসো না আমায়?

এমনই শত দীর্ঘশ্বাস।
মনের ক্ষতয় থাকছে চাপা।
মাঝেতে শুধুই জ্বলছে প্রহাশ,
কেন ভালোবাস না আমায়?
কেন ভালোবাস না আমায়?