Dekho Aloy Alo Akash Lyrics – Asatoma Sadgamaya

Dekho Aloy Alo Akash Lyrics – Asatoma Sadgamaya
Dekho Aloy Alo Akash Lyrics - Asatoma SadgamayaFilm Name – Khaad
Song Name – Asatoma Sadgamaya
Singer – Arijit Singh
Music Composer – Indraadip Dasgupta
Lyrics – Srijato
Producer – Shree Venkatesh Films And Surinder Films

Asatoma Sadgamaya Arijit Singh Lyrics :

অসতো মা সদগময়, তমসো মা জ্যোতির্গময়ঃ
ওম মৃত্যর্মা অমৃতমঃ গময়ঃ শান্তি শান্তি ওম
শান্তি ওম, শান্তি ওম, হরি ওম তদসদ,
শান্তি ওম, শান্তি ওম, হরি ওম তদসদ।

দেখো আলোয় আলো আকাশ
দেখো আকাশ তারায় ভরা
দেখো যাওয়ার পথের পাশে
ছোটে হাওয়া পাগলপারা।
এত আনন্দ আয়োজন
সবই বৃথা আমায় ছাড়া..

ভরে থাকুক আমার মুঠো
দুই চোখে থাকুক ধারা
এল সময় রাজার মতো
হলো কাজের হিসেব সারা।

বলে আয় রে ছুটে আয় রে ত্বরা
হেথা নাইকো মৃত্যু নাইকো জরা।

অসদো মা সদগময়, তমসো মা জ্যোতির্গময়ঃ

Play on Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *