Daoni Amake Bholari Sujog Lyrics – Pijush
Song Name: Daoni Amake Bholari Sujog
Vocal, Music & Lyrics: Pijush Das
Director: Krish Bose
Producer: The Bong Media
Edit & Color: Sanjoy Dasgupta
DOP: Subhajit Sil
Chief AD: Supayan Das
Label: The Bong Studio
Daoni Amake Bholari Sujog Lyrics (দাওনি আমাকে ভোলারই সুযোগ) :
তোমারই ঠিকানা খোঁজে
এই চেনা শহর,
হেঁটেছি একাকী পথ
কেটেছে প্রহর।
জানি আমি আমাকে মনে রাখেনি
তোমার ওই দু’চোখ,
তবু তুমি দাওনি আমাকে
তোমাকে ভোলারই সুযোগ।
স্মৃতির অতলে, মন কথা বলে
তোমাকে নিয়ে,
বেখেয়ালে দিন, রাত কেটে যায়
তোমাকে নিয়ে।
সবারই অভিমত হাজারো থাকে
তবু স্মৃতি সুখ বেদনায় সাজানো থাকে।
ওরা জানেনা, কেউ তোমায় চেয়েছি কত
রোদ-জ্বলা আকাশে, মেঘেরই মতো।
ও ভাবে চেয়েও আমি সব পেয়েও
হারিয়ে ফেলেছি তোমাকে,
খুঁজেছি তোমাকে আমি আমারই কাছে
স্পর্শ তোমারই শরীরে জমানো আছে।
অনুভবে দেখি তোমাকে নিভিয়ে
আমার এ দু’চোখ,
কোনোভাবে দিই না আমাকে
তোমাকে ভোলারই সুযোগ।
স্মৃতির অতলে, মন কথা বলে
তোমাকে নিয়ে,
বেখেয়ালে দিন, রাত কেটে যায়
তোমাকে নিয়ে।