Chondrima Lyrics (চন্দ্রিমা) – Shawon Gaanwala, Nabila
Song Name: Chondrima (চন্দ্রিমা)
Drama: Sesh Bikeler Kabbo
Singer: Shawon Gaanwala and nabila
Lyrics: Noman Shiblu
Chondrima Lyrics In Bangla:
আকাশ ভাসে আমার চোখে
আলোয় মাখা চন্দ্রিমা
হৃদয় থেকে বলছি আমি
ভালোবাসা আছে জমা (x2)
আগলে তোমায় রবো আমি শুরু থেকে শেষে
সুরেলা গান গাইবো আমি শুরু থেকে শেষে
ও.. আকাশ ভাসে আমার চোখে
আলোয় মাখা চন্দ্রিমা
হৃদয় থেকে বলছি আমি
ভালোবাসা আছে জমা।
বুকের পাঁজর সাজাবো হাজারো মণিকাঞ্চনে
মনের দুয়ার খুলে দেখো আছে সুখ স্পন্দনে (x2)
আগলে তোমায় রবো আমি শুরু থেকে শেষে
সুরেলা গান গাইবো আমি শুরু থেকে শেষে
ও.. আকাশ ভাসে আমার চোখে
আলোয় মাখা চন্দ্রিমা
হৃদয় থেকে বলছি আমি
ভালোবাসা আছে জমা।
চোখ দুটি বাজার আগে চেয়ে রোবো অপলকে
মিশে যাবো মায়াজালে রেখো মন স্পন্দনে (x2)
আগলে তোমায় রবো আমি শুরু থেকে শেষে
সুরেলা গান গাইবো আমি শুরু থেকে শেষে
ও.. আকাশ ভাসে আমার চোখে
আলোয় মাখা চন্দ্রিমা
হৃদয় থেকে বলছি আমি
ভালোবাসা আছে জমা।
চন্দ্রিমা লিরিক্স শাওন গানওয়ালা:
Akash vashe amar chokhe
aloy makha chondrima
Hridoy theke bolchi ami valobasha ache joma
Agley tomay robo ami suru theke seshe
Surela gaan gaibo ami tomay valobeshe
Akash vashe amar chokhe
aloy makha chondrima
Hridoy theke bolchi ami valobasha ache joma
Buker pajor sajabo hajaro monikanchone
Moner duar khule dekho ache sukh spondone
Chokh duti bujar agey cheye robo opoloke
Mishe jabo mayajale rekho mon shopnoloke
You may also like –
AMI TOMAR GOLPO HOBO LYRICS (আমি তোমার গল্প হবো) – MINAR RAHMAN
GOLPOGULO AMADER LYRICS (গল্পগুলো আমাদের) – MINAR RAHMAN
Toke Chara Lyrics (তোকে ছাড়া) – Jamai Badal – Jubin Nautiyal
Obhimani Prem Lyrics (অভিমানী প্রেম) T K Tareq – Habib Wahid
Parate Majhraate Lyrics (পাড়াতে মাঝরাতে) Prem Amar 2 – Adrit, Puja