Cholo Ure Jai (চলো উড়ে যাই) Full Bangla Lyrics – Minar – Duur Theke

Cholo Ure Jai (চলো উড়ে যাই) Full Bangla Lyrics – Minar – Duur Theke Album
Cholo Ure Jai (চলো উড়ে যাই) Full Bangla Lyrics - Minar - Duur ThekeSong Name: Cholo Ure Jai
Album: Duur Theke
Artist and Lyrics: Minar Rahman
Tune: Minar Rahman
Music Arrangement: Shaker Reza

CHOLO URE JAI BENGALI SONG FULL LYRICS IN BANGLA:

অনেক দুরের পথ চলা ,
অনেক স্বপ্নের গান বোনা ,
অবুঝ মোহের হাতছানি ,
অচিন কোন কল্পনা ।

কারনে আর কাঁদবো না,
অকারনে হাসবো না ,
আমি তুমি কোন বারন ,
শুনবো না আর মানবো না ।

চলো নীল হয়ে যাই ,
আকাশে হারাই , বাতাসে হারাই ।
যেন সবুজ বনটায় ,
তোমাকে সাজাই , আমাকে সাজাই ।

পূর্ব পশ্চিম , উত্তর দক্ষিন ,
যেথায় যাই , যেখানে হারাই ।
খুঁজি তোমাকে খুঁজি ,
পথের বাঁকে বাঁকে খুঁজি ।

জানিনা বুঝিনা ,
শুনি না মানি না কিছু ।

ছুটে চলি তাই ,
আজও তোমার পিছু ।

আজও আমি মিশে আছি ,
সব স্মৃতির সীমানায় ।
অদেখা স্বর্গ মেলে ,
শুধুই তোমার ঠিকানা ।

চলো নীল হয়ে যাই ,
আকাশে হারাই , বাতাসে হারাই ।
যেন সবুজ বনটায় ,
তোমাকে সাজাই , আমাকে সাজাই ।

কেন তোমার আমার ,
এতো পাগলামী , এতো পাগলামী ।
সবই ভুল ভুল , ভুলে হায় ,
চলো উড়ে যাই ,
পালিয়ে বেড়াই ।

আজও আমি মিশে আছি ,
সব স্মৃতির সীমানায় ।
অদেখা স্বর্গ মেলে ,
শুধুই তোমার ঠিকানা ।

চলো দূর দূর , বহু দূর ,
হারিয়ে বেড়াই , পালিয়ে বেড়াই ।
চলো ঘুর ঘুর , ঘুরে হারাই ,
উড়ে উড়ে যাই ।
সুরে সুরে গাই … । – [ ২ বার ]

কেন তোমার আমার ,
এতো পাগলামী , এতো পাগলামী ।
সবই ভুল ভুল , ভুলে হায় ,
চলো উড়ে যাই ,
পালিয়ে বেড়াই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *