CHOL NAA JAI LYRICS (চল না যাই) – Amazon Obhijaan
Song: Chol Naa Jai
Singer: Arijit Singh
Music Director: Indraadip Dasgupta
Lyricist: Prasen
CHOL NAA JAI LYRICS (চল না যাই):
ও ও ও …
আকাশ যে’বার প্রথম দিন
সূর্য দেখেছিলো
সে সব তারিখ কে আর বলতে পারে ….
রোদ কুয়াশার খেলনা চাই,
সাহস হলে সঙ্গী…
মরীচিকায় ছুটতে যায়,
কেউ জানে না কোন দিক … ..
ও ও ও …ও ও ও…ও ও ও..
ও ও ও..
সে সব পথে চলতে ক’জন পারে ..
চল না যাই , পথ হারায়,
অচেনা উদ্দেশে….
রাত্রি হোক, আলেয়া,, জ্বালবো নিরুদ্দেশে ..
ও ও ও …ও ও ও…ও ও ও..
ও ও ও..
রোদ বোট কে স্রোত বোট
তুই নৌকো চর, তুই ভেলায় ওঠ
তুই রাত খুঁজিস হয়ে নদীর চর
তুই চাঁদ হয়ে আজ ঝাপড়ে পর ..