Chol Choley Jaai Lyrics (চল চলে যাই) Arijit Singh – Shreya Ghoshal

Chol Choley Jaai Lyrics (চল চলে যাই) Arijit Singh – Shreya Ghoshal
Chol Choley Jaai Lyrics (চল চলে যাই) Arijit Singh - Shreya Ghoshal
Chol Choley Jaai Song Details:
Song: Chol Choley Jaai
Film: Ei Ami Renu
Singers: Shreya Ghoshal & Arijit Singh
Music & Lyrics: Rana Mazumder
Programmed & arranged by Lyton
Mixed & mastered by Rupjit Das
Directed by: Saumen Sur
Story & Screenplay: Padmanabha Dasgupta
DOP: Gopi Bhagat
Produced by: Aangsh Movies
Presented by: Selim & Swarno
Label: SVF Music

Chol Choley Jaai Lyrics:

চল চলে যাই
হাতে হাত ধরে,
তুই আমি দুজনে পুরনো গানের সুরে।

চল, চলে যাই.. হুম, হুম হুম হুম..

চল চলে যাই
জল পরীর দেশে,
তোর আদর ছোঁয়ায় আমায়
নে আপন করে।

চল চলে যাই,
চল চলে যাই।

তোর বিদগ্ধ মনে
মহা সিন্ধু হারায়,
তোর দু’চোখ জুড়ে
প্রেম অঝোরো ধারায়।

চল চলে যাই
তিন ভূবনের পারে,
তোর যত চাওয়া পাওয়া
নে উজাড় করে।

চল চলে যাই,
চল চলে যাই
চলে যাই.

Play on YouTube

May you also like –

GOLPOGULO AMADER LYRICS (গল্পগুলো আমাদের) – MINAR RAHMAN

Toke Chara Lyrics (তোকে ছাড়া) – Jamai Badal – Jubin Nautiyal

Obhimani Prem Lyrics (অভিমানী প্রেম) T K Tareq – Habib Wahid

Parate Majhraate Lyrics (পাড়াতে মাঝরাতে) Prem Amar 2 – Adrit, Puja

BARABARI LYRICS (বাড়াবাড়ি) – MINAR RAHMAN

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *