Chokhe Chokhe Eto Kotha Lyrics (চোখে চোখে এত কথা)
Movie: Mon Mane Na (2008)
Singers: Shaan & Shreya Ghoshal
Music: Jeet Ganguly
Star Cast: Dev & Koel Mallick
Director: Sujit Guha
Produced by: Surinder Films
Chokhe Chokhe Eto Kotha Lyrics :
চোখে চোখে এত কথা,
মুখে কেন বলো না
এত আশা তবু ভাষা,
মন কেন পেলো না
একি খেলা বলো না
কেন কর তুমি বলো
ছলোনা.. বলোনা, বলোনা ।
আলো ছায়ায়, এ নিরালায়
এমন মায়াবি রাত জেগে
ছোট ছোট স্বপ্নেরা,
এতো খুশি হয়নি আগে
এই মধু রাতে, কেন কাছে পেতে
মন চায় তোমাকে..
বলোনা, বলোনা, বলোনা ।
কিছু আশায় ভালোবাসায়,
মনে মনে হাত বাড়িয়ে
বলে এসো ধীরে ধীরে,
আজকে সীমানা ছাড়িয়ে
এই মন বলে, সব কিছু ভুলে
চাই না কী কাছে আশা
বলোনা, বলোনা, বলোনা ।
চোখে চোখে এত কথা,
মুখে কেন বলো না
এত আশা তবু ভাষা,
মন কেন পেলো না
একি খেলা বলো না
কেন কর তুমি বলো
ছলোনা.. বলোনা, বলোনা ।