Chithira Chilo Elomelo Lyrics (চিঠিরা ছিলো এলোমেলো) Shreya Ghoshal

Chithira Chilo Elomelo Lyrics (চিঠিরা ছিলো এলোমেলো) Shreya Ghoshal
Chithira Chilo Elomelo Lyrics Song (চিঠিরা ছিলো এলোমেলো) Shreya GhoshalSong: Chithi Ra Chilo (Piya Bolo)
Album: Mon Kemoner Station
Vocals: Shreya Ghosal
Music: Joy Sarkar
Lyrics: Srijato
Label: Asha Audio

Chithira Chilo Elomelo Lyrics :

ও.. চিঠিরা ছিলো এলোমেলো
কে জানে তুমি ছিলে কোথায়,
হঠাৎ এ হাওয়া ছুটে এলো
পুরোনো একলা চিলেকোঠায়।
শুনিয়েছিলে আমাকে তুমি কবে
ঘুমিয়ে পড়েছে সে গান..
পিয়া ভোলো, পিয়া ভোলো অভিমান
পিয়া ভোলো..

দুপুরে ভূতে পাওয়া ছাতে
পৃথিবী একা হয়ে থাকে,
এসেছি মন কেমন সারাতে
তবুও খুঁজিনি তোমাকে।
বিকেলের রোদে মুখ ডুবিয়ে আছি
বিষাদের মিনারে আজান..
পিয়া ভোলো, পিয়া ভোলো অভিমান
পিয়া ভোলো ..

কখনো ভেবে দেখেছো কি
কতটা একা হয়ে আছি,
শুকিয়ে গেছে দুটো চোখই
কিভাবে খেলি কানামাছি।
হারিয়ে ফেলা নামে ডাকি না আর
চিলেকোঠা ভাঙ্গে বানাই ..
পিয়া ভোলো, পিয়া ভোলো অভিমান
পিয়া ভোলো..

চিঠিরা ছিলো এলোমেলো
কে জানে তুমি ছিলে কোথায়,
হঠাৎ এ হাওয়া ছুটে এলো
পুরনো একলা চিলেকোঠায়।
শুনিয়েছিলে আমাকে তুমি কবে
ঘুমিয়ে পড়েছে সে গান ..

Play on YouTube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *