Chhoya Chhuyi Lyrics (ছোঁয়া ছুঁই) Armaan Malik

Chhoya Chhuyi Lyrics (ছোঁয়া ছুঁই) Armaan Malik
Chhoya Chhuyi Lyrics Song (ছোঁয়া ছুঁই) Armaan MalikSong: Chhoya Chhuyi
Movie: Jio Jamai
Singers: Armaan Malik & Debanjali B Joshi
Music: Dev Sen
Lyrics: Rivo
Director: Nehal Dutta
Producer: Joydeb Mondal
Production House: Jyoti Production, Kolkata
Music On: Zee Music Company

Chhoya Chhuyi Lyrics :

অজানা কোনো স্বপ্নে নিরালায়
তোর পায়ে পা মেলায়,
ভেবেছি কত গল্প কবিতায়
ভাসি মেঘেরই দোলায়।

তোর সুরে বাঁচে গান
ভেঙে দিলো অভিমান..

ছোঁয়া ছুঁই এই অবেলায়
আজ রাখবো হাত তোর পাশে,
ইচ্ছে ঘুড়ি, দিচ্ছে পাড়ি
শোন আছে মন তোর পাশে।

মন কে বোঝালো
করে যাচ্ছে খুনসুটি,
বল কে শেখালো
সব গল্পেরা পাচ্ছে ছুটি।

তোর সুরে বাঁচে গান
ভেঙ্গে দিলো অভিমান..

ছোঁয়া ছুঁই এই অবেলায়
আজ রাখবো হাত তোর পাশে,
ইচ্ছে ঘুড়ি, দিচ্ছে পাড়ি
শোন আছে মন তোর পাশে।

আয় চল হারাবো
কোনো দূরে অচিন পাড়ায় ,
তোর নাম লেখাবো
ডেকে যাবো চুপিশারায়।

তোর সুরে বাঁচে গান
ভেঙ্গে দিলো অভিমান..

ছোঁয়া ছুঁই এই অবেলায়
আজ রাখবো হাত তোর পাশে,
ইচ্ছে ঘুড়ি, দিচ্ছে পাড়ি
শোন আছে মন তোর পাশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *