Chena Ochena Lyrics (চেনা অচেনা) Nancy – Neel Dorja Drama Song
Song Name: Chena Ochena
Drama: Neel Dorja
Singer: Nancy
Lyrics: Asif Iqbal
Tune & Music: Amit-Ishan
Director: Golam Sohrab Dodul
Cinematographer: Raju Raj
Edit and VFX: Jobayar Abir Peal
Producer: Shahriar Shakil
Label: Gaanchill Music
Chena Ochena Lyrics In Bangla :
কখন কে কার হবে
আগে কে জেনেছে কবে,
এই যে এভাবে কড়ানাড়া অনুভবে।
কেন মনে হয়,
এতো কাছের তবে, থাকে নীরবে, বোঝেনা
কে চেনা, কে অচেনা
বোঝা যায় না, বোঝা যায় না..
এ যে আলোড়ন, সন্ধানী মন
হয়ে অবুজ এখন।
যখন তখন শুধু কাছে যেতে,
চায় অকারণ।
কেন মনে হয়,
এতো কাছের তবে, থাকে নীরবে, বোঝেনা
কে চেনা, কে অচেনা
বোঝা যায় না, বোঝা যায় না..
এতো আয়োজন, হৃদয় মগন
হয়ে মন উচাটন।
তোলে অনুররণ,
কেন পাশে পেতে চায় সারাক্ষন।
কেন মনে হয়,
এতো কাছের তবে, থাকে নীরবে, বোঝেনা
কে চেনা, কে অচেনা
বোঝা যায় না, বোঝা যায় না..