Chader Golpo Lyrics (চাঁদের গল্প) Minar Rahman
Drama: Pichutan
Song: Chader Golpo
Singer: Minar Rahman
Tune & Music: Sajid Sarker
Lyrics: Faisal Rabbikin
Directed By: AR Manon
DOP: Kamrul Islam Shuvo
Produced by: Kachi Ahmed
Label: Eagle Music
Chader Golpo Lyrics In Bangla:
একলা প্রহরী হয়ে জেগে থাকব সারা রাত,
চাঁদ যেন হয় না চুরি,
হয় না যেন প্রভাত।
জোছনা ছড়িয়ে ঘুমবে চাঁদ,
চেয়ে দেখবো অবিরত।
এমনই এক রাতের খোঁজে
আমি জেগেছি কত।
চাঁদ যদি দুচোখ মেলে সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ একটু ছুঁয়ে দেবে।
উষ্ণ ছোঁয়ায় তারাগুলো,
উৎসবে হবে রত।
জোছনা প্লাবনে ভেসে ভেসে,
অচেনাতে হারাবো।
বাধা যত সব দূরে ঠেলে
নিয়মটা ছাড়াবো।
অচিন মায়ায় মুছে যাবে
মনের জমা সব ক্ষত।
চাঁদ যদি দুচোখ মেলে সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ একটু ছুঁয়ে দেবে।
যদি দুচোখ মেলে সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ একটু ছুঁয়ে দেবে।
রাত জোছনা হবে না শেষ হবে না
এই.. ভালোবাসা, আজ ফুরবে না।
একলা প্রহরী হয়ে জেগে থাকব সারা রাত ,
চাঁদ যেন হয় না চুরি, হয় না যেন প্রভাত।
জোছনা ছড়িয়ে ঘুমবে চাঁদ
চেয়ে দেখবো অবিরত,
এমনই এক রাতের খোঁজে
আমি জেগেছি কত।
চাঁদ যদি দুচোখ মেলে সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ একটু ছুঁয়ে যাক।
যদি দুচোখ মেলে সত্যিকে স্বপ্ন ভাবে
মাতাল হৃদয় তারই মুখ একটু ছুঁয়ে দেবে।