Borodin Lyrics (বড়দিন) Anjan Dutt
Song name: Borodin (বড়দিন)
Vocal and Lyrics: Anjan Dutt
Music Director: Neel Dutt
Mixing and Mastering: Anindit Roy
Directed by: Anjan Dutta
Music Label: SVF Music
Borodin Lyrics Song:
ফেলে আসা পুরোনো সে পাড়া
লোহা ঘোরানো সিড়ি
পেছনের দরজায় কড়া নাড়া
হাতে নিয়ে আমার খ্রীষ্টমাস ট্রি।
সারা ঘরের মোমবাতির আলোয় দাঁড়িয়ে তুমি
আর পুরোনো গ্রামোফোনে আমাদের,
ফেলে আসা বড়দিন।
ও ম্যারী এ্যান
মাঝ রাতের ঝগড়া আর তর্ক
ভোর বেলা চলে যাওয়া
ভেঙে গেলাস বোতল সম্পর্ক
একটা ক্লান্ত ঠান্ডা হাওয়া
জ্বলে জ্বলে গোলে গেছে সারা ঘরের মোমবাতি
তবু এখনো বাজে মনের ভেতরের,
আমাদের দুজনের জিমরিচ।
ও ম্যারী এ্যান
ও ম্যারী এ্যান আমার এ্যানা ম্যারি
ফায়ার এসো আবার, ফায়ার এস তুমি
ও ম্যারী এ্যান আমার এ্যানা ম্যারি
ফায়ার এস আবার আজ বড়দিন।
Borodin (বড়দিন) Lyrics:
Fele asa purono se para
Loha ghorano shiri
Pechoner dorjay kora nara
Haate niye amar christmas tree
Sara ghorer mombatir aaloy dariye tumi
Aar purono gramophone-e amader
fele asha borodin
O mary ann
Fire esho abar aaj boro din
You may also like –
Nishi Furay Na Lyrics (নিশি ফুরায় না) – Habib Wahid
Ami Tomake Harate Chaini Lyrics (আমি তোমাকে হারাতে চাইনি) – Mahtim Shakib
Bhalobeshe Chole Jeyo Na Lyrics (ভালোবেসে চলে যেওনা) – James
Tomar Naame Lyrics (তোমার নামে) – Mahtim Shakib
Maya Cycle Lyrics (মায়া সাইকেল) – Aluminium Er Dana