Bondhu Amar Rater Akash Lyrics (বন্ধু আমার রাতেরো আকাশ) – Ankur Mahamud, Sadman Pappu
Singer: Sadman Pappu
Music: Ankur Mahamud
Lyrics & Tune: Riaz
Flute: Saeed Hasan Babu
DOP: Johir Rayhan
Edit & Color: Shamim Hossain
Produced by: Kachi Ahmed
Story: Eagle Team
Music Label: Eagle Music
Bondhu Amar Ratero Akash Lyrics:
E hridoye tumi chile beytha chilo na
Hotath kore hariye gele fire ele na
Ekhon bondhu amar raatero akash
Or ghorete amar boshobash
Bondhu amar chander jochona
Ekhon amar mon kade na
Seshe diner pore raatri hoy nijhum
Tarara amay eka paray ghum
Seshe nijer bibek daak diya je koy
Ekla jibon onek sukher hoy
Bandhu ekla jibon anek sukher hoy
Jei aalote tomar maya amar chaya nai
Ekhon ami ondhokare dukkho kurai
Tarar moto shoto betha buke nibhe jole
Ekhon ami prohor katai jonak jole
BAndhu amar ogochore rongeen polithin
Ekhon amay shopno dekhay mitthey protidin
Dukkho bhora pobone-te felire nishwash
Eto sukher valobashay vanglire biswash
(বন্ধু আমার রাতেরো আকাশ) Lyrics In Bangla:
এ হৃদয়ে তুমি ছিলে ব্যাথা ছিলোনা
হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে এলেনা (x2)
এখন বন্ধু আমার রাতেরো আকাশ
ওর ঘরেতো আমার বসবাস
বন্ধু আমার চাঁদের জোছোনা
এখন আমার মন কাঁদেনা
শেষে দিনের পরে রাএি হয় নিঝুম
তারারা আমায় একা পাড়ায় ঘুম
শেষে নিজের বিবেক ডাক দিয়াযে কয়
একলা জীবন অনেক সুখের হয়
ব্ন্ধু একলা জীবন অনেক সুখের হয়।
যেই আলোতে তোমার মায়া আমার ছায়া নাই
এখন আমি অন্ধকারে দঃখ কুড়াই (x2)
তারার মতো শতো ব্যাথা বুকে নিভে জ্বলে
এখন আমি প্রহর কাটাই জোনাক জ্বলে
বন্ধু আমার রাতেরো আকাশ
ওর ঘরেতো আমার বসবাস
আমার বন্ধু আমার চাঁদের জোছোনা
এখন আমার মন কাঁদেনা
শেষে দিনের পরে রাএি হয় নিঝুম
তারারা আমায় এক পাড়ায় ঘুম
শেষে নিজের বিবেক ডাক দিয়াযে কয়
একলা জীবন অনেক সুখের হয়
ব্ন্ধু একলা জীবন অনেক সুখের হয়।
বন্ধু আমার অগোচরে রঙিন পলিথিন
এখন আমায় স্বপ্ন দেখায় মিত্যে প্রতিদিন (x2)
দুঃখ ভরা পবনেতে ফেলিরে নিশ্বাস
এতো সুখের ভলোবাসায় ভাঙলিরে বিশ্বাস
বন্ধু আমার রাতেরো আকাশ
ওর ঘরেতো আমার বসবাস
আমার বন্ধু আমার চাঁদের জোছোনা
এখন আমার মন কাঁদেনা
শেষে দিনের পরে রাএি হয় নিঝুম
তারারা আমায় এক পাড়ায় ঘুম
শেষে নিজের বিবেক ডাক দিয়াযে কয়
একলা জীবন অনেক সুখের হয়
ব্ন্ধু একলা জীবন অনেক সুখের হয়।