BOLTE PARINI (বলতে পারিনি) LYRICS – GOLD
Song Name : Bolte Parini
Singer : Arko
Lyrics : Chandrani Ganguli
Music : Arko
Movie : GOLD (2018)
Label : Zee Music Company
BOLTE PARINI LYRICS-
বলতে পারিনি যে মনেরই কথা,
কানে কানে আজ বলে যাই।
আমার ঘুম না আসা রাতে,
আমার অজানা বিষাদে,
আমি হাত বাড়ালে তোকেই যেনো পাই।
বাঁধা পড়েছে আমার মন যে,
বাঁধা পড়েছে আমার মন রে,
ও …জানি না কবে যে কখন রে।
সঙ্গে না হয় আজ দু’পা চল রে
তুই ছাড়া আমি যে অচল রে।
যদি ঝড়ে ভাঙে ঘর,
তবে আমি বাঁধবো আবার।
সেই ছোট্ট ছোট্ট খেলা ঘরে,
তুই হলই সঙ্গী আমার।
বলতে পারিনি যে মনেরই কথা,
কানে কানে আজ বলে যাই।
আমার ঘুম না আসা রাতে,
আমার অজানা বিষাদে,
আমি হাত বাড়ালেই তোকে যেনো পাই।
বাঁধা পড়েছে আমার মন রে,
ও জানি না কবে যে কখন রে।
সঙ্গে না হয় আজ দু’পা চল রে
তুই ছাড়া আমি যে অচল রে।