Bokhate Lyrics (বখাটে) Imran Hossen Emu
Song: Bokhate
Singer: Imran Hossen Emu
Music: Ankur Mahamud
Lyrics: Rafej Hossain Habibullah
Tune: Rafej Hossain Habibullah & Ankur Mahamud
Band: Charpoka
Story & Directed by: Eagle Team
DOP: Rajon Hossain Romm
Edit: Imratul Islam
Label: Eagle Music
Bokhate Lyrics :
আঁচল দিয়া ঢাইকা রাইখো
দেখবো নাতো মুখ তোমার,
জল ভরা চোখে কান্না
আজও ভাসে চোখে আমার।
আঁচল দিয়া ঢাইকা রাইখো
দেখবো নাতো মুখ তোমার,
জল ভরা চোখে কান্না
আজও ভাসে চোখে আমার।
শূন্য আকাশে ওরে তোমার কালো চুল
ঠিক তখনই বলেছিলে ভালোবাসি তোমায়।
এখন রাঙা ঠোঁটে বলে পাগল
যাওনা আমায় ভুলিয়া,
বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া,
রাঙা ঠোঁটে বলে পাগল
যাওনা আমায় ভুলিয়া
বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া।
কত স্বপ্ন সাজিয়েছি ছোট্ট মনের ঘরে
সব কিছু আজ ভেঙে গেলো
কাল বৈশাখী ঝড়ে।
কালো কাজল চোখে আকাশ
দেখবো বলে আবার,
আজও পথো ছেয়ে বসে আছি
তোমার প্রতীক্ষায়।
এখন রাঙা ঠোঁটে বলে পাগল
যাওনা আমায় ভুলিয়া,
বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া,
রাঙা ঠোঁটে বলে পাগল
যাওনা আমায় ভুলিয়া
বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া।
দূর থেকে ভালোবেসে যাবো
বলবনা কখনও আর,
ঘুমের ঘোরে তোমার ছবি ভেসে ওঠে বারবার।
লাল-নীল শাড়ি পরে জ্বলে ওঠো বারান্দায়
দেখ চেয়ে আমি দাড়িয়ে ভালোবাসি তোমায়।
এখন রাঙা ঠোঁটে বলে পাগল
যাওনা আমায় ভুলিয়া,
বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া,
রাঙা ঠোঁটে বলে পাগল
যাওনা আমায় ভুলিয়া
বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া।
আঁচল দিয়া ঢাইকা রাইখো
দেখবো নাতো মুখ তোমার,
জল ভরা চোখে কান্না
আজও ভাসে চোখে আমার।