Bojhe Na Bou Lyrics (বোঝেনা বউ) Tahsan Khan – Safa Kabir [Natok]
Song Info –
Song: Bojhe Na Bow
Singer: G.M Ashraf
Lyrics: G.M ashraf
Tune: G.M Ashraf & Subhro Raha
Music: Subhro raha (L.M.G. Beats)
Bojhe Na Bou Lyrics – বোঝেনা বোঝেনা বউ আমার বাংলা লিরিক্স:
বোঝেনা বোঝেনা বউ আমার
বোঝেনা বোঝেনা
বোঝেনা বোঝেনা বউ আমার
বোঝেনা বোঝেনা,
বোঝেনা বোঝেনা বউ আমার
বোঝেনা আমারে,
বোঝেনা বোঝেনা,বোঝেনা আমারে,
জিবন পুরা বদলে গেলো
ছিলো যেসব অগোছালো,
শিখছি আমি নতুন করে
বউয়ের চাপে ঘর গোছানো,
ঝাড়ু দেয়া ভেজা তাওয়াল
এই অভ্যাস ভাল্লাগেনা,
যে চোখে তার মায়ায় ছিলো
আজ আমাকেই ভাল্লাগেনা,
তবে কোথায় হারালো সেই প্রেম
অনুভুতি জোয়ার মায়া তোমার আমার,
অভিমানে ঢাকা পড়ে গেছি
লাগে বেশি বেশি যখন কাছে আসি,
আসলে ব্যাপারটা হচ্ছে,
বোঝেনা বোঝেনা বউ আমার
বোঝেনা বোঝেনারে,
বোঝেনা বোঝেনা,বোঝেনা বোঝেনা আমারে,
বোঝেনা বোঝেনা বউ আমার
বোঝেনা বোঝেনারে,
বোঝেনা বোঝেনা,বোঝেনা বোঝেনা আমারে,
তোমার এৗ খবরদারি আরতো নিতে পারিনা
সারাক্ষন নজরদারি একদম ভাল্লাগেনা,
যতরাগ তোমার কথায় নেটফিলিক্সনাকি
স্টারজলসায় বাসায় বন্ধি তুমি আমি বাইরে যাওযা যাবেনা,
তবে কোথায় হারালো সেই প্রেম
অনুভুতি জোয়ার মায়া তোমার আমার,
অভিমানে ঢাকা পড়ে গেছি
লাগে বেশি বেশি যখন কাছে আসি,
আসলে ব্যাপারটা হচ্ছে,
বোঝেনা বোঝেনা বউ আমার
বোঝেনা বোঝেনারে,
বোঝেনা বোঝেনা,বোঝেনা আমারে,
বোঝেনা বোঝেনা বউ আমার
বোঝেনা বোঝেনারে,
বোঝেনা বোঝেনা,বোঝেনা আমারে,