BISHORJON (বিসর্জন) LYRICS – MIFTAH ZAMAN

BISHORJON (বিসর্জন) LYRICS – MIFTAH ZAMAN
BISHORJON (বিসর্জন) LYRICS - MIFTAH ZAMANSong : Bishorjon
Singer : Miftah Zaman
Lyrics : Tushar Hasan
Music : Miftah Zaman
Tune : Miftah Zaman
Label : G-Series
BISHORJON Lyrics-
কিছু কিছু আবেগ আছে,
যা ঝরে যেতে দিতে হয়।
এমন অনেক স্বপ্ন আছে,
যা ভেঙ্গে যেতে দিতে হয়। – [ ২ বার ]

কেঁদো না তুমি একা অসহায়,
এই তো চিরপরিচিত বিস্ময়।
কেঁদো না তুমি একা অসহায়,
এই তো চিরপরিচিত বিস্ময়।

সৈকতে যে নাম লিখছো
অতি যতনে,
ভেসে যাবে তা হয়তো
জোয়ারের টানে। – [ ২ বার ]

মুঠো মুঠো ইচ্ছে কিছু,
যা পুড়ে যেতে দিতে হয়।
এমন অনেক গল্প আছে,
যা শেষের পরেও বাকি রয়। – [ ২ বার ]

কেঁদো না তুমি একা অসহায়,
এই তো চিরপরিচিত বিস্ময়।
কেঁদো না তুমি একা অসহায়,
এই তো চিরপরিচিত বিস্ময়।

আকাশে যে ছবি আঁকছো
আপন মনে,
ঢেকে যাবে তা হয়তো
চন্দ্রগ্রহনে। – [ ২ বার ]

বুকে জমা কথা কিছু,
যা চাপা রেখে দিতে হয়।
গানের খাতার কিছু গান,
সে তো সুর হারা হয়ে রয়। – [ ২ বার ]

কেঁদো না তুমি একা অসহায়,
এই তো চিরপরিচিত বিস্ময়।
কেঁদো না তুমি একা অসহায়,
এই তো চিরপরিচিত বিস্ময়।

Leave a Reply

Your email address will not be published.