Bishesh Karone Lyrics (বিশেষ কারণে) Tahsan

Bishesh Karone Lyrics (বিশেষ কারণে) Tahsan
Bishesh Karone Full Lyrics Song
Song: Bishesh Karone
Singer: Tahsan
Tune & Music: Imran
Lyric: Robiul Islam Jibon
Video Making: Arfin Sohel
Label: Cd Choice

Bishesh Karone Lyrics:

কেউ জানে না, কেউ বোঝে না
কোন সে মায়ার টান।
কেউ জানে না, কেউ বোঝে না
এ কোন আহবান।

শুধু আমি জানি, শুধু আমি বুঝি
তাই এ স্বপ্নে ভাসি..
বিশেষ কারণে আমি তোমার কাছে আসি
বিশেষ কারণে আমি তোমায় ভালোবাসি।

জুড়ে থাকো সারাক্ষন মন সীমানা
তোমার মাঝে হারাবার খুঁজি বাহানা।
শুধু আমি জানি, শুধু আমি বুঝি
তাই এ স্বপ্নে ভাসি ..
বিশেষ কারণে আমি তোমার কাছে আসি
বিশেষ কারণে আমি তোমায় ভালোবাসি।

উড়ে আসে কিছু সুখ রোজ বাতাসে
তুমি নামের অনুভব চেনা আকাশে।
শুধু আমি জানি, শুধু আমি বুঝি
তাই এ স্বপ্নে ভাসি ..
বিশেষ কারণে আমি তোমার কাছে আসি
বিশেষ কারণে আমি তোমায় ভালোবাসি।

May you also like –

Ki Hobe Full Lyrics (কি হবে) Tahsan And Dola

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *