Biporite Lyrics (বিপরীতে) Minar Rahman

Biporite Lyrics (বিপরীতে) Minar Rahman

Biporite Full Lyrics Song (বিপরীতে) Minar Rahman

Song: Biporite
Singer & Tune: Minar Rahman
Lyric: Shafayet Monsur Rana
Music: Pavel Areen
Director: Matia Banu Shuku
Label: G Series

Biporite Lyrics:

সরে যাচ্ছি বহুদূরে
তুমি যাচ্ছ বিপরীতে,
আবেগ বাড়ছে বহু গুণ
আবেগ হচ্ছে করুণ।

শহর হারায় ঠিকানা
বিলীন হয় সীমানা,
স্মৃতিরা উড়ছে অবিরল,
ঠিকানা পাচ্ছে পরিণয়।

পাশাপাশি তবু যাচ্ছি বিপরীতে
কাছাকাছি তবু যাচ্ছি বহুদূরে।
সরে যাচ্ছি বহুদূরে
তুমি যাচ্ছ বিপরীতে।

গল্প হারায় প্রণয়, জীবন হারায় সময়
রং হয় বিলীন, কষ্ট বাড়ে সীমাহীন।
বলা হবে কি সে গল্প ?
ছাড়া পাবে কি সে কষ্ট ?
ভুলে যাবে কি সে প্রণয় ?
ফিরে পাবো কি সে সময় ?
ফিরে পাবো কি সে সময় ?

পাশাপাশি তবু যাচ্ছি বিপরীতে
কাছাকাছি তবু যাচ্ছি বহুদূরে।
সরে যাচ্ছি বহুদূরে, তুমি যাচ্ছ বিপরীতে।

Music Play on – YoutTube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *