Bhule Jete Shikhini Lyrics (ভুলে যেতে শিখিনি) Imran Mahmudul

Bhule Jete Shikhini Lyrics (ভুলে যেতে শিখিনি) Imran Mahmudul
Bhule Jete Shikhini Full Lyrics Song (ভুলে যেতে শিখিনি) Imran MahmudulSong: Bhule Jete Shikhini
Singer: Imran Mahmudul
Lyrics: Mehedi Hasan Limon
Tune: Neru
Music: Imran
Director: Saikat Reza
Dop: Bikash Saha
Label: Central Music and Video [CMV]

 

Bhule Jete Shikhini Lyrics :

কতদিন হলো
তোমার সাথে কোনো দেখা নেই,
অল্পতেই দুই গাল ভিজে যায়
তোমাকে ভাবতেই।

এভাবে এত পর হয়ে যাবে
কখনো ভাবতে পারিনি,
আমি ভালোবাসতে জানি
ভুলে যেতে শিখিনি।

স্মৃতির শহরে, নৌকা ভাসে
একা জলে থৈ থৈ,
রাত যত হয় কষ্ট বাড়ে
আমি কি তোমার কেউ নই?

এভাবে এত পর হয়ে যাবে
কখনো ভাবতে পারিনি,
আমি ভালোবাসতে জানি
ভুলে যেতে শিখিনি।

তোমার পথ চেয়ে, আমার আহাজারি
ডুবে পূবের সন্ধ্যায়,
ভুলের মাসুল, আর কতদিন
একা বয়ে যাওয়া যায়।

এভাবে এত পর হয়ে যাবে
কখনো ভাবতে পারিনি,
আমি ভালোবাসতে জানি,
ভুলে যেতে শিখিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *