Bhul Korbo Na Lyrics Song (ভুল করবো না) Imran
Song: Bhul Korbo Na
Natok: Fera
Singer: Imran Mahmudul
Music, Tune & Lyrics: Prince Mahmud
Director: A R Menon
Label: G-Series
Bhul Korbo Na Lyrics Song :
আর ভুল করবো না
নিজেকে অধিক ভালোবাসবো,
আর ভূল করবো না
নিজেকে নিয়ে ভালো থাকবো।
নিজের চেয়ে আপন আর
নিকট কাছের কেউ নেই,
নিজেকে সময় দেওয়ার
প্রতিটি অনুরননে,
এখানেই ডুবে ভাসবো।
আর ভুল করবোনা
নিজেকে অধিক ভালোবাসবো,
আর ভুল করবো না
নিজেকে নিয়ে ভালো থাকব।
জল-কাদা ময় এই পায়ের চিহ্ন গুলো
থেকে যাবে ভেবে নিয়েছিলাম,
না কিছু রয় সেই অবশেষ টুকু ধুলো
ভাবনা মধ্যে নিয়ে নিলাম।
যতটুকু ভালোয় ভালো থাকা যায়
নিজের জন্য থাক,
যতটুকু আলোয় আলো দেখা যায়
নিজের করে রাখবো।
আর ভুল করবো না
নিজেকে অধিক ভালোবাসবো,
আর ভুল করবোনা
নিজেকে নিয়ে ভালো থাকবো।
আর ভূল করবো না
নিজেকে নিয়ে ভালো থাকবো,
নিজের চেয়ে আপন আর
নিকট কাছের কেউ নেই,
নিজেকে সময় দেওয়ার
প্রতিটি অনুরননে,
এখানেই ডুবে ভাসবো।