Bhebe Bolna Tui Lyrics (ভেবে বলনা তুই) Mahtim Shakib
Bhebe Bolna Tui Lyrics:
Song: Bhebe Bolna Tui
Singer: Mahtim Shakib
Lyric, Tune & Music: Ahmed Razeeb
Direction: Soumitra Ghose Emon
DOP: Kawsar Ahmed
Post: Rain Drops
Label: Soundtek
Bhebe Bolna Tui Lyrics:
চাইছি তোর এ চোখে
থাকবে শুধু ঘোর,
ভুলবি তুই আমায় নিয়ে
দুঃখ যত তোর।
চাইছি তুই আবার এসে
রাখবি হাতে হাত,
কাঁধে তোর মাথা রেখে
আসবে রে প্রভাত ..
ভেবে বলনা তুই ভালোবাসিস কিনা?
ভেবে দেখনা তুই ভালোআছিস কিনা।
চাইছে মন তোর আলোতে
হাঁটবে পুরোটা পথ,
ভাঙ্গবোনা জেনে রাখিস
ভালোবাসার শপথ।
শোননা তুই মনের কথা
নয়তো কল্পনা,
বাঁচবোনা না তুই ছাড়া
মিথ্যে গল্প না ..
ভেবে বলনা তুই ভালোবাসিস কি না?
ভেবে দেখনা তুই ভালোআছিস কি না।
চাইছি তোর এ চোখে
থাকবে শুধু ঘোর,
ভুলবি তুই আমায় নিয়ে
দুঃখ যত তোর।
চাইছি তুই আবার এসে
রাখবি হাতে হাত,
কাঁধে তোর মাথা রেখে
আসবে রে প্রভাত ..
ভেবে বল না তুই ভালোবাসিস কিনা?
ভেবে দেখ না তুই ভালোআছিস কিনা।
May you also like –