BHALOITOBASHI (ভালোইতোবাসি) LYRICS – RANGAN RIDDO

BHALOITOBASHI (ভালোইতোবাসি) LYRICS – RANGAN RIDDO
BHALOITOBASHI (ভালোইতোবাসি) LYRICS - RANGAN RIDDOTrack Name : Bhaloitobashi
Singer : Rangan Riddo
Lyrics : Joy Shahriar
Composition : Joy Shahriar
Label : Ajob Records
BHALOITOBASHI LYRICS-
ভালোইতোবাসি তবু বলতে পারি না,
এ মনে জমা কত কথা।
পাশেইতো থাকি তবু বোঝাতে পারি না,
মনের যত ব্যকুলতা। – [ ২ বার ]

এতো কিছু বোঝো,
মন বোঝো না,
এ কেমন তর তালবাহানা।

ভালোইতোবাসি তবু বলতে পারি না,
এ মনে জমা কত কথা।

এই যে তোমাকে বেসে ফেলেছি ভালো,
এ ছাড়া বলো কি আর করার ছিলো ?
এই যে তোমাকে বেসে ফেলেছি ভালো,
এ ছাড়া বলো কি আর করার ছিলো ?

এতো কিছু বোঝো,
মন বোঝো না,
এ কেমন তর তালবাহানা।

ভালোইতোবাসি তবু বলতে পারি না,
এ মনে জমা কত কথা।
পাশেইতো থাকি তবু বোঝাতে পারি না,
মনের যত ব্যকুলতা।

এতো কিছু বোঝো,
মন বোঝো না,
এ কেমন তর তালবাহানা।

ভালোইতোবাসি তবু বলতে পারি না,
এ মনে জমা কত কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *